পূর্ণিয়ায় ভয়াবহ কাণ্ড, তান্ত্রিকের উসকানিতে পুড়িয়ে মারা হল ৫ জনকে
July 8, 20251:20 pm

পূর্ণিয়ার টেটগামা গ্রামে ৫ জনকে পুড়িয়ে মারার ঘটনায় গোটা বিহার জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। নিহত বাবুলাল ওঁরাও তান্ত্রিকের কাজ করতেন। অভিযোগ, প্রতিবেশী রামদেব ওঁরাওয়ের ৮ বছরের শিশুর অসুস্থতার জন্য তান্ত্রিক নকুল ওঁরাও বাবুলালকে দায়ী করেন। শিশুটির মৃত্যুর পর নকুল গ্রামের পঞ্চায়েতে বাবুলালের বিরুদ্ধে জাদুবিদ্যার মাধ্যমে হত্যার অভিযোগ আনেন।
এরপরই গ্রামবাসী উত্তেজিত হয়ে বাবুলাল ও তাঁর পরিবারের চার সদস্যকে পিটিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়। এরপর দেহগুলো পাশের পুকুরে ফেলে দেওয়া হয় এবং পরে ২ কিলোমিটার দূরে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। পুলিশ নকুল ওঁরাওয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫টি দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের পর সৎকার সম্পন্ন করে। জানা গেছে, অভিযুক্ত নকুল এলাকায় মাটি মাফিয়া হিসেবেও পরিচিত।