প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে প্রেম, হাতেনাতে ধরা পড়ার পর দেবরের সঙ্গেই স্ত্রীর বিয়ে
July 8, 20251:57 pm

উত্তরপ্রদেশের গাজিপুরে স্বামী প্রমোদ যখন বিদেশে অর্থ উপার্জনে ব্যস্ত, তখন তার স্ত্রী সম্পর্কে জড়ান চাচাতো ভাই সমীরের সঙ্গে। প্রায় আড়াই বছর পর প্রমোদ দেশে ফিরলে স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এর প্রায় এক সপ্তাহ পর গভীর রাতে নিজের শাশুড়ির কাছেই হাতেনাতে ধরা পড়েন স্ত্রী ও তার প্রেমিক সমীর। এই ঘটনার পর পারিবারিক ও গ্রাম্য পঞ্চায়েতের সিদ্ধান্তে প্রমোদের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটানো হয় এবং সমীরের সঙ্গে তাকে মন্দিরে বিয়ে দেওয়া হয়।
বিয়ের কয়েকদিন পর লোকলজ্জার ভয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে, সমীর তাকে রাখতে অস্বীকার করলেও পঞ্চায়েতের হস্তক্ষেপে তারা পুনরায় একসঙ্গে থাকতে সম্মত হয় এবং নারী তার কন্যাকে নিয়ে সমীরের কাছে চলে যান। এই ঘটনায় প্রমোদ এখন নিঃসঙ্গ।