বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে খুন, পুত্রবধূর কাণ্ডে স্তম্ভিত আদালত

বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে খুন, পুত্রবধূর কাণ্ডে স্তম্ভিত আদালত

২০২৩ সালের ২৯ জুলাই এক দুপুরে পারিবারিক নৈশভোজে বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর-শাশুড়ি ও এক আত্মীয়াকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন এক মহিলা। দীর্ঘ দুই বছর বিচার প্রক্রিয়ার পর গত ৭ জুলাই, ২০২৫ তারিখে অস্ট্রেলিয়ার আদালত এরিন প্যাটারসন নামের ওই মহিলাকে দোষী সাব্যস্ত করেন। খাবারে ‘ডেথ ক্যাপ’ নামক অত্যন্ত বিষাক্ত মাশরুম মেশানোর ফলে তিনজনের মৃত্যু হয় এবং চতুর্থ ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তদন্তে জানা যায়, এরিন নিজে একটি ভিন্ন রঙের প্লেটে খাবার খেয়েছিলেন, যা তার পূর্বপরিকল্পনার অংশ ছিল। প্রাথমিকভাবে তিনি নিজের ক্যান্সারের মিথ্যা অজুহাত দিয়ে পরিবারকে নৈশভোজে আমন্ত্রণ জানান। সন্তানদের নিয়ে স্বামীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ এবং শ্বশুরবাড়ির প্রতি গভীর হতাশা থেকেই এরিন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আদালত দ্রুত তার সাজা ঘোষণা করবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *