সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠিত হলো রানাঘাট ট্রাফিকের বিশেষ কর্মশালা
July 8, 20256:00 pm

দেবাশীষ সিংহ/নদীয়া।
পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষ ও স্কুলের ছাত্র ছাত্রীদের সচেতন করে তুলতে অনুষ্ঠিত হলো নদীয়ার রানাঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক কর্মশালা। এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রানাঘাট পুলিশ জেলায় ট্রাফিক পুলিশের পক্ষথেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করে। মঙ্গলবার এই কর্মসূচীর শেষ দিনে নদীয়ার কল্যাণী পান্নালাল স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইভের উপর ছাত্র ছাত্রীদের নিয়ে এদিন অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পদস্থ পুলিশ আধিকারিকগন সহ ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী সহ বহু বিশিষ্ট মানুষজন।