‘ভাইপো গ্যাং’ জালে জর্জরিত কলেজ! শুভেন্দুর তালিকায় ৫০ জনের নাম

কসবা আইন কলেজে গণধর্ষণের অভিযোগের জেরে রাজ্য রাজনীতিতে ঝড় বইছে। এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুলে ৫০ জনের একটি তালিকা প্রকাশ করেছেন। তাঁর দাবি, রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘ভাইপো গ্যাং’-এর সদস্যরা সক্রিয়। এরা শাসকদলের ছত্রছায়ায় টাকা তুলছে এবং ছাত্রীদের উপর নির্যাতন চালাচ্ছে। শুভেন্দু বলেন, “প্রতি কলেজে একজন করে মনোজিত মিশ্রের মতো নির্যাতনকারী ক্ষমতার দাপটে ঘুরছে। প্রাথমিকভাবে ৫০ জনের নাম দিলাম, দরকার হলে আরও ১,০০০ জনের তালিকা দেব।” তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তাকেও কটাক্ষ করে বলেন, এই গ্যাং ‘ভাইপোর’ লোক বলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এই অভিযোগে রাজ্যের কলেজগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
কসবা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল গুরুতর অভিযোগ তুলেছে। প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার সত্যপাল সিং জানান, নির্যাতিতার এফআইআরে অভিযুক্তদের নাম বদলে ‘এম. জে.’ লেখা হয়েছে, যা ইচ্ছাকৃত। তিনি বলেন, “অভিযোগই যেখানে পালটে দেওয়া হয়, সেখানে ন্যায়বিচার কীভাবে সম্ভব?” দলটি কেন্দ্রীয় সংস্থার তত্ত্বাবধানে বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। শুভেন্দুর তালিকা প্রকাশের পর রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। সরকার এখনও নীরব থাকলেও, বিরোধীরা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে।