‘রাত দখল’ কর্মসূচিতে জুনিয়র ডাক্তারদের হুঙ্কার, ৮-৯ অগাস্টে পথে মশাল মিছিল

আরজি কর মেডিক্যাল কলেজে ছাত্রী ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তিতে ফের রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮-৯ অগাস্ট ‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা, যেখানে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল হবে। রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত রাস্তায় থাকবেন প্রতিবাদী চিকিৎসকরা। শিল্পী থেকে সাধারণ নাগরিক, সকলকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ৯ অগাস্ট রাখী উৎসবের দিন সকালে রাখীবন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ানোর পরিকল্পনা রয়েছে। বিকেলে আরজি কর প্রাঙ্গণে জমায়েতের ডাক দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের বার্তা, “থ্রেট কালচারের বিরুদ্ধে সকলকে রাস্তায় নামতে হবে। শুধু চিকিৎসক নয়, সমাজের সব স্তরের মানুষ এই প্রতিবাদে শরিক হোক।”
আরজি কর কাণ্ডে সিবিআই ও কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে একমাত্র দোষী হিসেবে চিহ্নিত করলেও, নির্যাতিতার পরিবার ও জুনিয়র ডাক্তাররা মনে করেন, এই ঘটনায় আরও অনেকে জড়িত। তাঁরা সত্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে জোরাল আন্দোলনের ঘোষণা করেছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দেবাশিষ হালদার ও অনিকেত মাহাতো বলেন, “একজনের পক্ষে এমন কাণ্ড ঘটানো বৈজ্ঞানিকভাবে আসাম্ভব। নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের দাবিকে আমরা সমর্থন করি।” ‘রাত দখল’ ছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁদের পরিকল্পনায়। দেবাশিষ জানান, “এখন ভুলিয়ে দেওয়ার রাজনীতি চলছে, কিন্তু আমাদের হাতিয়ার স্মৃতি। আমরা ভুলিনি, ভুলতে দেব না।” এই আন্দোলনের মাধ্যমে সত্যের দাবি আরও জোরাল হবে।