ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে “সেভ ড্রাইভ,সেভ লাইফ” কর্মসূচি পালনে হেলমেট বিহীনদের ফাইন করে গোলাপ ফুল ও হেলমেট দিয়ে সচেতন করা হয়

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীকে সফল করে তুলতে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা ডায়মন হারবার পুলিশ জেলার পক্ষ থেকে বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় ১১৭ নম্বর জাতীয় সড়কে গুরুত্বপুর্ন চৌরাস্তার মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করেন।

এদিন হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানর পাশাপাশি হেলমেট দেওয়া হয়। সাথে সাথে তাদের হেলমেট না পরার কারণে কেশও দেওয়া হচ্ছে তাদের সজাগ করার জন্য। সচেতন করার জন্য এমনই অভিনব উদ্যোগ নিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ সুপার রাহুল গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্তা সহ ট্রাফিক ডি এসপি সহ বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মিত্র ও একাধিক পুলিশকর্তারা। এদিন দেখা গেল বাইক আরোহীদের মুখে হাসি কেস খেয়েও হেলমেট পেয়ে খুশিতে ধন্যবাদ জানালেন পুলিশ কর্তাদের,এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার জানান পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করতে তারা একাধিক কর্মসূচি নিয়ে থাকেন,তার মধ্যে আজ অভিনব উদ্যোগ নিতে বাধ্য হন।

একাধিকবার তারা গোলাপ ফুল হেলমেট বিতরণ করেও সচেতন করতে পারেনি সাধারণ মানুষকে। তবে অতীতের তুলনায় এখন অনেকটাই কমেছে দুর্ঘটনার সংখ্যা। কিন্তু এখনও কিছু ক্ষেত্রে মানুষ সাবধান না থাকায় দুর্ঘটনা ঘটে চলেছে। তাই এই অভিনব উদ্যোগটির ফলে সাধারণ মানুষ আরোও সচেতন হবে বলে আশাবাদী পুলিশ সুপার রাহুল গোস্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা গোটা রাজ্য জুড়ে “সেভ ড্রাইভ,সেভ লাইফ” কর্মসূচি সফলভাবে চালু হয়েছে আমতলায় ১১৭ নম্বর জাতীয় সড়কে চৌরাস্তায় এই গুরুত্বপূর্ণ মোড়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এই উদ্দ্যেগ সেই প্রচেষ্টারই এক গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের সঙ্গে হেলমেট বিহীন বাইক আরোহীদের এই সংহতি কর্মসূচীকে আরোও জনমুখী করে তোলে বলে মত প্রকাশ বিশিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *