হিন্দুধর্মের ১০টি মহাপাপ যা অজান্তেই আপনার সর্বনাশ ডেকে আনছে!
July 4, 20251:25 pm

সনাতন ধর্মে মানুষের কর্মফলকে গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, ভালো কর্মের ফল যেমন শুভ হয়, তেমনই খারাপ কর্মের ফলকে পাপ হিসেবে ভোগ করতে হয়। এই পাপকে মূলত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: কায়িক (শারীরিক), বাচিক (বাচনিক) এবং মানসিক। এই প্রতিটি শ্রেণির অধীনেই নির্দিষ্ট কিছু কাজকে মহাপাপ হিসেবে গণ্য করা হয়, যা এড়িয়ে চলা অত্যাবশ্যক।
কায়িক পাপের মধ্যে রয়েছে চুরি করা, হত্যা করা বা শারীরিক ক্ষতিসাধন, এবং পরনারীর প্রতি আসক্তি। বাচনিক পাপের উদাহরণ হলো কটু কথা বলা, পরনিন্দা করা, অনর্থক বকবক করা এবং মিথ্যা কথা বলা। আর মানসিক পাপের মধ্যে পড়ে অন্যের ধনে লোভ করা, অন্যের অমঙ্গল কামনা করা এবং ভুল ধারণায় অবিচল থাকা। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, এই দশ প্রকার পাপ থেকে বিরত থাকলে আত্মিক শান্তি লাভ হয় এবং মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তির পথ সুগম হয়।