ইতিহাসের সেই হিন্দু সম্রাট যাঁর ৩৫ জন মুসলিম বেগম ছিলেন – জানুন কেন তার নামে কাঁপতো শত্রুরা
July 5, 20259:07 pm

ইতিহাসের পাতায় উজ্জ্বল এক নাম বাপ্পা রাওয়াল। সপ্তম থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত মেওয়ারের গুহিল রাজপুত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এই বংশেই পরবর্তীকালে মহারানা প্রতাপের মতো বীর যোদ্ধার জন্ম হয়েছিল। বাপ্পা রাওয়াল তাঁর ১৯ বছরের শাসনকালে কোনো যুদ্ধে পরাজিত হননি। তাঁর বীরত্ব এমনই ছিল যে শত্রুরা তাঁর নাম শুনলেই ভীত থাকত।
৩৯ বছর বয়সে সন্ন্যাস গ্রহণের আগে বাপ্পা রাওয়ালের ১০০ জন রানী ছিলেন, যার মধ্যে ৩৫ জন ছিলেন মুসলিম নারী। পরাজিত মুসলিম শাসকদের বেগম বা কন্যাদের তিনি বিবাহ সূত্রে আবদ্ধ করতেন, যা তাঁর অসামান্য ক্ষমতা ও প্রভাবের পরিচায়ক।