মহিলাটি থানায় পৌঁছালেন, তার মুখ দেখে ইন্সপেক্টর বললেন- তোমার এমন অবস্থা কেন? উত্তর শোনার পর থানায় নীরবতা নেমে এলো।
উত্তর প্রদেশের গাজিয়াবাদের নন্দগ্রাম থানায় পৌঁছেছেন এক মহিলা। ছেঁড়া কাপড়, ছিন্নভিন্ন চুল, চোখে জল আর আহত শরীর। এটা দেখে ইন্সপেক্টর দৌড়ে তার কাছে …