IPL মাতিয়ে ঘরে ফিরলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী, তাজপুরে হল বীরের মত অভ্যর্থনা

মাত্র ১৪ বছর বয়সে IPL-এর মঞ্চে ঝড় তোলা বিহারের বৈভব সূর্যবংশী এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। রাজস্থানের হয়ে ডেবিউ করা এই বিস্ময় বালক লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজর কেড়ে নেন। এরপর তাঁর তৃতীয় ম্যাচে মাত্র ৩৫ বলে শতরান করে গড়ে ফেলেন ইতিহাস। পুরো মরশুমে ৭টি ম্যাচে ২০৬ স্ট্রাইক রেটে ২৫২ রান করে ক্রিকেট বিশ্বে নিজের ছাপ রেখে দেন।
রাজস্থান যদিও প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয়, কিন্তু আইপিএল ২০২৫-এ বৈভব ছিল রাজস্থানের পাওয়া সবচেয়ে বড় রত্ন। টুর্নামেন্ট শেষে তাজপুর (সমস্তিপুর, বিহার) ফিরতেই গ্রামের মানুষ তাঁকে নায়কের মত অভ্যর্থনা জানান। ‘বৈভব বৈভব’ স্লোগানে গাঁয়ের আকাশ মুখর হয়ে ওঠে, আর পরিবারের সঙ্গে কেক কেটে উৎসবের আবহ তৈরি হয়। কেকে লেখা ছিল— “Welcome Home Boss Baby Vaibhav”।
আইপিএল-এ এই দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারও মিলেছে দ্রুত। বৈভব এখন ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অংশ। এই সফরে একটি প্রস্তুতি ম্যাচ, ৫টি ওয়ানডে ও ২টি মাল্টি-ডে ম্যাচ খেলবে দল। সঙ্গী হিসেবে থাকছেন আয়ুষ মহাত্রে, যিনি এই সফরে অধিনায়কের দায়িত্ব সামলাবেন। এখন থেকেই অনেকে বলছেন, “বিহার পেয়েছে ভবিষ্যতের বিরাট!”