ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক ঘোষণা আজ, বদলে যাচ্ছে স্কোয়াডের চেহারা

মুম্বই, ২৪ মে ২০২৫ — আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করতে চলেছে, আর সেই সঙ্গে আসছে টেস্ট দলের নতুন অধিনায়কের নাম। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর-পরবর্তী এই প্রথম বড় সিরিজ, যেখানে পাঁচ ম্যাচের লড়াই শুরু হবে জুনে। এই সিরিজ ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, এবং তাই এই নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ চরমে।
বিসিসিআই চেয়ারম্যান অজিত আগারকার ও প্রধান কোচ গৌতম গম্ভীর আজ দুপুরে মুম্বইতে প্রেস কনফারেন্স করে দল ও অধিনায়কের নাম ঘোষণা করবেন। বিশ্বস্ত সূত্রের দাবি, ২৫ বছর বয়সী শুভমান গিল অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে। গিল সদ্যসমাপ্ত আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে প্লে-অফে তুলেছেন। যদিও, অভিজ্ঞ বোলার জসপ্রীত বুমরাহকেও বিবেচনা করা হচ্ছে, তবে তাঁর চোট-সংক্রান্ত ঝুঁকি ও ওয়ার্কলোড নিয়ে আশঙ্কা রয়েছে। উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তের নাম সহ-অধিনায়ক হিসেবে উঠে আসছে, তাঁর আগ্রাসী ব্যাটিং ও কিপিং দক্ষতা টেস্ট দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
যুবাদের জন্য সোনার সুযোগ, স্কোয়াডে নতুন মুখের সম্ভাবনা
ব্যাটিং অর্ডারে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফরম্যান্স করা যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে নিশ্চিত। আইপিএল ২০২৫-এ নজর কাড়া সাই সুদর্শন ও অভিজ্ঞ করুণ নাইর দলে সুযোগ পেতে পারেন। নাইর গত রঞ্জি মরসুমে বিদর্ভের হয়ে ৮৬৩ রান করে নির্বাচকদের নজর কেড়েছেন। সর্ফরাজ খান ও নীতীশ কুমার রেড্ডিকেও আবার সুযোগ দেওয়া হতে পারে।
বোলিং বিভাগে তরুণদের দিকে নজর
গতিপ্রধান বোলিংয়ে বুমরাহ নেতৃত্ব দেবেন, তবে মোহাম্মদ শামির ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। তাঁর জায়গায় বাঁহাতি পেসার অর্শদীপ সিং হতে পারেন উপযুক্ত বিকল্প, বিশেষ করে ইংল্যান্ডের কন্ডিশনে তাঁর সুইং কার্যকর হতে পারে। তরুণ পেসার হর্ষিত রানা ও আকাশ দীপও বুমরাহকে সঙ্গ দিতে পারেন। স্পিন বিভাগে রবি জাডেজা ও ওয়াশিংটন সুন্দর প্রায় নিশ্চিত, তৃতীয় স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন কুলদীপ যাদব। এছাড়াও সম্ভাব্য দলে থাকতে পারেন অভিমন্যু ঈশ্বরন, ধ্রুব জুরেল এবং অলরাউন্ডার শার্দূল ঠাকুর।
এই ঘোষণার মধ্য দিয়ে ভারতীয় টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
4o