আইপিএলে গর্জে উঠলেও, টেস্ট ক্যাপটেন হিসেবে অভিষেক ইনিংসে ব্যর্থ গিল

টেস্ট দলের নতুন অধিনায়ক হওয়ার পর প্রথমবার মাঠে নামলেন শুভমান গিল, কিন্তু ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারলেন না। আইপিএল ২০২৫-এর ৬৭তম ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে খেলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৯ বলেই ১৩ রানে ফিরে যান তিনি। শুরুটা আক্রমণাত্মক হলেও, তৃতীয় ওভারে প্রতিপক্ষের উদীয়মান পেসার অंशুল কম্বোজের হাতে ধরা পড়েন স্লিপে।
অংশুল কম্বোজ, যিনি সম্প্রতি ইংল্যান্ড সফরের জন্য ‘ইন্ডিয়া এ’ দলে জায়গা পেয়েছেন, তাঁর পেস ও নিখুঁত লাইন-লেংথ দিয়ে গিলকে মাত্র তিন বলেই নাজেহাল করেন। প্রথম বল ছিল ডট, দ্বিতীয় বলেই গিল হাঁকান ছক্কা। কিন্তু ঠিক পরের বলেই প্রতিশোধ নেন কম্বোজ—এক দুর্দান্ত ডেলিভারিতে ক্যাচ আউট করান স্লিপে। এই মুহূর্তটি ছিল ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট।
তবে গিলের আইপিএল ২০২৫ আসর মোটের উপর দারুণ। ১৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৪৯ রান, গড় ৫৪.০৮—এর সঙ্গে ছয়টি হাফ-সেঞ্চুরি। গুজরাট টাইটান্সও তাঁর নেতৃত্বে প্লে-অফে জায়গা করে নিয়েছে। যদিও এই ইনিংস ব্যর্থতার এক দৃষ্টান্ত, তবে সামগ্রিকভাবে গিল এখনও এই মৌসুমের অন্যতম সফল ব্যাটার।