আরসিবি-র ঐতিহাসিক জয়ে নীরবতা ভাঙলেন বিজয় মাল্য, কোহলিকে নিয়ে দিলেন বড় বার্তা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ অবশেষে নতুন চ্যাম্পিয়ন পেলো ক্রিকেট বিশ্ব। দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবার তাদের নামের পাশে বসিয়েছে চ্যাম্পিয়ন তকমা। এই ঐতিহাসিক জয়ের পর দলের প্রাক্তন মালিক বিজয় মাল্য মুখ খুলেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ তিনি জানিয়েছেন তার স্বপ্ন পূরণের কথা এবং দলের প্রতি তার গভীর ভালোবাসার কথা।
মাল্য তার পোস্টে লিখেছেন যে, যখন তিনি আরসিবি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তার স্বপ্ন ছিল আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে আসুক। তিনি কিং কোহলিকে তরুণ বয়সে দলে নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন, যিনি গত ১৮ বছর ধরে আরসিবি-র অবিচ্ছেদ্য অংশ। এছাড়া, ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তি খেলোয়াড়দের দলে নেওয়ার সুযোগ পেয়েও তিনি সম্মানিত বোধ করেন, যারা আরসিবি-র ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। আরসিবি-র এই জয়ে তিনি সকল ভক্ত এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।