এজবাস্টন টেস্ট জয় সম্ভব, ইংরেজ কোচের দাবি উড়িয়ে দিলেন জাডেজা

বার্মিংহামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান তোলার পরেও ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতেন প্যাটেল দাবি করেছেন, তাঁদের দলের এখনও ম্যাচ জেতার ১০০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এখনও আমাদের ১০০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে। আমরা ফিরে গিয়ে আজকের দিনটা কেমন কাটল, তা নিয়ে আলোচনা করব এবং আগামীকালের জন্য পরিকল্পনা তৈরি করব।’ দিনের শেষে ইংল্যান্ডের হয়ে ক্রিজে রয়েছেন জো রুট ও হ্যারি ব্রুক। জিতেন বিশ্বাস করেন, এই দুই সেরা ব্যাটার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
জিতেনের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, যিনি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছেন। জাডেজা বলেছেন, ‘সাংবাদিক সম্মেলনে বসে তো যা খুশি বলা যায়। সেসব দেখা আমার কাজ নয়। মাঠে নেমে পারফর্ম করতে হবে, ২০টি উইকেট নিতে হবে। দিনের শেষে এটাই সবথেকে জরুরি।’ এই পিচে বল হাতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।