এজবাস্টন টেস্টে ব্রুকের দুর্দান্ত শতরান, ভারতের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি

এজবাস্টন টেস্টে সেঞ্চুরির ধারা অব্যাহত। শুভমান গিলের অনবদ্য দ্বিশতকের পর ইংল্যান্ডের হয়ে জ্বলে উঠলেন তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুক। জেমি স্মিথের বিস্ফোরক শতরানের পর এবার ব্রুকও নিজের নামের পাশে সেঞ্চুরি যোগ করলেন। এর আগে লিডস টেস্টে মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল তাঁর, তবে এবার আর কোনো ভুল করেননি ব্রুক। ভারতের বিরুদ্ধে এটি তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি।
মাত্র ৫২তম টেস্ট ইনিংসে এটি ব্রুকের নবম টেস্ট সেঞ্চুরি। এজবাস্টন টেস্টের প্রথম ও দ্বিতীয় দিনে ভারতের শুভমান গিল রানের বন্যা বইয়ে দিলেও, তৃতীয় দিনে এই কাজটা দারুণভাবে করে দেখিয়েছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। দ্বিতীয় দিনের শেষে ২৫ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন ব্রুক। তৃতীয় দিনে জো রুট ও বেন স্টোকস দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও, জেমি স্মিথের সঙ্গে জুটি বেঁধে ইনিংসকে মজবুত করেন ব্রুক এবং ভারতীয় বোলারদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন।