টিএনপিএল চ্যাম্পিয়ন তিরুপুর, অশ্বিনের দলকে হারিয়ে ইতিহাস গড়ল তুশার
July 7, 202511:59 am

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) ফাইনালে রবীচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন ডিণ্ডিগাল ড্রাগনসকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তিরুপুর। ৬ জুলাই অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ম্যাচে ডিণ্ডিগাল তাদের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়। মূলত ২৪ বছর বয়সী ওপেনার তুশার রাহেজার দুর্দান্ত পারফরম্যান্সই তিরুপুরের এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে প্রধান ভূমিকা রাখে।
ফাইনালে তিরুপুরের দুই ওপেনার অমিত সাত্বিক ও তুশার রাহেজা ১২১ রানের এক দারুণ জুটি গড়েন। তুশার ৪৬ বলে ৭৭ রান করেন, যাতে ছিল ১০টি চার ও ছক্কা। পুরো টুর্নামেন্ট জুড়েই তুশার ছিলেন অসাধারণ। ৯ ম্যাচে ৬১ গড় নিয়ে ৪৮৮ রান করার পাশাপাশি তিনি একাই হাঁকিয়েছেন ৩২টি ছক্কা, যা এই মরশুমে সর্বোচ্চ। তার এই ধারাবাহিক পারফরম্যান্সই তিরুপুরকে প্রথমবার টিএনপিএল শিরোপা এনে দিয়েছে।