ভারতকে আটকাতে পারছে না ইংল্যান্ড, বুমরাহকে নিয়ে চিন্তায় স্টোকস

ভারতকে আটকাতে পারছে না ইংল্যান্ড, বুমরাহকে নিয়ে চিন্তায় স্টোকস

এজবাস্টন টেস্টে যশপ্রীত বুমরাহ না খেললেও ভারতকে আটকাতে পারেনি ইংল্যান্ড। ৩৩৬ রানে হেরে রীতিমতো কোণঠাসা বেন স্টোকসের দল। বুমরাহর প্রত্যাবর্তন নিয়ে উদ্বিগ্ন স্টোকস বলেছেন, যশপ্রীত বুমরাহর মতো বোলারের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া আসাম্ভব। এজবাস্টন টেস্ট জেতার পর ভারতীয় অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, ১০ জুলাই থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে ফিরবেন বুমরাহ।

স্টোকস আরও জানান, জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি সত্ত্বেও ভারতের বিরুদ্ধে তাদের প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। তিনি বলেন, “আমরা একে অপরের বিরুদ্ধে এত বেশি খেলি যে কীসের মুখোমুখি হতে হবে তা আমরা জানি। আমরা অনুশীলনেও তা প্রয়োগ করি। আমরা সাইড-আর্ম বোলিংয়ের বিরুদ্ধে অনুশীলন করি, কিন্তু ম্যাচে বুমরাহ যা করেন তা অনুশীলনে করা কঠিন।” লর্ডসে বুমরাহ ফিরলে জোফ্রা আর্চারকে খেলানো হবে কিনা, সে বিষয়ে স্টোকস জানান, আর্চারের অবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *