যশ দয়ালের বিরুদ্ধে তরুণীর গুরুতর অভিযোগ, দায়ের হলো মামলা

ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে গাজিয়াবাদের এক তরুণী গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়েও যশ তাকে প্রতারণা করেছেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। তরুণী জানিয়েছেন, যশের পরিবারের সদস্যরাও তাকে পুত্রবধূ হিসেবে চিনতেন। কিন্তু পরবর্তীতে যশ তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং শারীরিক সম্পর্ক স্থাপনের পর অন্য মেয়েদের সঙ্গেও যোগাযোগ রাখেন। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ।
প্রাথমিকভাবে স্থানীয় পুলিশে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় তরুণী মুখ্যমন্ত্রীর জন-অভিযোগ পোর্টালে দ্বারস্থ হন। এরপরই পুলিশের নির্দেশে রোববার রাতে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় যশের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের সমর্থনে কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ছবি সহ বেশ কিছু প্রমাণ পুলিশের কাছে জমা দিয়েছেন তরুণী। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে এবং কিছু তথ্যও মিলেছে, তবে এখনও যশকে গ্রেপ্তার করা হয়নি। তরুণী এই ঘটনার মাধ্যমে তার সম্মান ফিরে পেতে এবং অন্য মেয়েদের এমন অভিজ্ঞতার শিকার হওয়া থেকে বাঁচাতে চান।