কেশচর্চায় রাসায়নিক ব্যবহার নয়, বর্ষায় চুল রক্ষায় ফিটকিরি

কেশচর্চায় রাসায়নিক ব্যবহার নয়, বর্ষায় চুল রক্ষায় ফিটকিরি

বর্ষাকালে চুলের সমস্যা নতুন নয়। বৃষ্টিতে ভিজে চুল পড়া বা খুশকির মতো সমস্যা বেড়ে যায়। এ সময় অনেকেই নানা রকম রাসায়নিক পণ্য ব্যবহার করেন, যা চুলের উপকারের বদলে ক্ষতিই বেশি করে। তবে চুলের যত্নে প্রাকৃতিক উপায় হিসেবে ফিটকিরি দারুণ কার্যকর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ফিটকিরিতে থাকা অ্যান্টিসেপটিক ও অ্যাস্ট্রিনজেন্ট উপাদান মাথার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে, খুশকি ও চুলকানি কমায় এবং চুল পড়া রোধ করে।

ফিটকিরি ব্যবহারের কয়েকটি সহজ উপায় রয়েছে। শ্যাম্পু করার পর এক কাপ জলে এক চামচ ফিটকিরি গুঁড়ো মিশিয়ে চুল ধুয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে আবার সাধারণ জলে ধুয়ে নিতে পারেন। এছাড়াও, উষ্ণ নারকেল তেলের সঙ্গে ফিটকিরি মিশিয়ে মাসাজ করে শ্যাম্পু করা যেতে পারে, অথবা গোলাপজলে ফিটকিরি মিশিয়ে স্প্রে বোতলে রেখে সপ্তাহে কয়েকবার ব্যবহার করা যায়। এসব পদ্ধতিতে চুল হবে ঝরঝরে ও স্বাস্থ্যোজ্জ্বল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *